আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে লোকাল ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও তিনটি কোচ উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের ৪ ঘন্টা পর স্বাভাবিক হয় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল।
জামালপুর জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকাল ট্রেনটি সদর উপজেলার পিয়ারপুর রেলস্টেশনে প্রবেশের সময় স্টেশনের প্রায় দেড়শ গজ আগে লাইনচ্যুত হয়।
এতে ট্রেনটির ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের ছয়টি কোচের মধ্যে তিনটি কোচের চাকা লাইনচ্যুত হয়।
এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও বন্ধ হয়ে যায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহ জংশন স্টেশনে আটকা পড়ে। পরে দুপুর ২টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে ঘটনাস্থলে এসে পৌছায়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে লোকাল ট্রেনটি উদ্ধার করা হয়।
স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ আরও জানান, লোকাল ট্রেনটি উদ্ধার হওয়ায় ৪ ঘন্টা পর জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।