শফিকুল ইসলাম: গোমড় ফাঁস নামের একটি ফেক আইডিতে বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলামকে নিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় রাজিবপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
গত শুক্রবার নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় এই সাধারণ ডায়রীটি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে ১০ ফ্রেব্রæয়ারী বিকাল ৪ টার দিকে নাজমুল ইসলাম তার ফেইজবুক আইডি খোলে দেখেন, তার নামে বিভিন্ন ভুয়া তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে ওই সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টিসহ সমাজে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
এঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, নাজমুল ইসলাম নামের এক সাংবাদিক সাধারণ ডায়রী করেছেন।
বিষয়টি গুরত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।