জামালপুর প্রতিনিধি : ইন্ডিপেন্ডেন্ট টিভি ও ভোরের কাগজের জামালপুর প্রতিনিধি প্রয়াত সাংবাদিক দুলাল হোসাইনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় শহীদ হারুন সড়কের প্রেসক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক আলোচনা এর আয়োজন করে।
প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুল রহমান ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি মোঃ মুখলেছুর রহমান লিখন, সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন, কার্যনির্বাহী সদস্য এম সুলতান আলম, আব্দুল আজিজ, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মোঃ জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক দুলাল হোসাইনের বড় ছেলে প্রেসক্লাব জামালপুরের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, সদস্য ওয়াহিদ রুকন প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক দুলাল হোসাইন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ক্যান্সার রোগে মৃত্যু বরণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।