রৌমারীতে এনামুলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

S M Ashraful Azom
0

 : রৌমারীতে অটোবাইক চালক এনামুল হক এর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। 

রৌমারীতে এনামুলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন



বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা গেইট সংলগ্ন রৌমারী-ঢাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় ২ শতাধিক অটোবাইক চালক ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। 

এতে বক্তব্য রাখেন রৌমারী অটোবাইক শ্রমিক ইউনিয়রে সভাপতি নুরুজ্জামান, রৌমারী উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুনর রশিদ হারুন, বাবু মিয়া, সাংবাদিক শাহ মোমেন, বাসদ নেতা মহিউদ্দিন, মতিয়ার, লাল মিয়া ও হারুন মিয়া প্রমূখ। 

বক্তারা বলেন, ৭ দিনের মধ্যে দোষীদের গ্রেফতার করতে না পারলে সকল প্রকার যানবাহন বন্ধ করে দেয়া হবে বলেন জানান তারা। 

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সোমবার রাতে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার ধুলাউড়া ¯øুইজ গেইট নামক এলাকায় এনামুল হক (৫০) নামের অটোবাইক চালককে হত্যার পর তার অটোবাইক নিয়ে যায় দুর্বৃত্তরা। 

এ ব্যাপারে তার স্ত্রী আয়শা ছিদ্দিকা বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে রাজিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা করেন। 

এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামিদের চিহ্নিত ও গ্রেফতার করতে পারেনি রাজিবপুর থানা পুলিশ। তারা আরোও বলেন পুলিশের ভুমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top