লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অতি দরিদ্র পরিবারের জীবনযাত্রার মান পরিবর্তনে গ্র্যাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন আয়োজনে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ানুল হক, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গমেজ, পারি এনজিও এরিয়া ম্যানেজার সমল মালকিন, বোরহান উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা, অতি দরিদ্র পরিবারের জীবনযাত্রার মান পরিবর্তন,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নের লক্ষ্যে সেবা প্রদানে ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থাকে ধন্যবাদ জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।