জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ফ্রেন্ডশিপের আয়োজনে চরাঞ্চলে জলবায়ুর পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্পৃক্তি, তরুণদের ভূমিকা শীর্ষক কুড়িগ্রাম জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ডিসিসিপি, ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচীর আওতায় গতকাল মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি ২০২৪ কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বপ্নকুড়ি মিলনায়তনে ফ্রেন্ডশিপের আয়োজনে চরাঞ্চলে জলবায়ুর পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্পৃক্তি, তরুণদের ভূমিকা শীর্ষক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লিটারেসি, কানেক্টিভিটি এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প (ডিসিসিপি) এর আওতায় ফ্রেন্ডশিপ শিক্ষা কার্যক্রমের উদ্যোগে ফ্রেন্ডশিপ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ও প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস ইফতেখার রসূল, এনডিসি, পিএসসি (অবঃ) এর সভাপতিত্বে চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্পৃক্তি, তরুণদের ভূমিকা শীর্ষক জেলা সেমিনারে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। জেলা সেমিনারে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল আরীফ এবং বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ উপস্থিত ছিলেন। জেলা সেমিনারে অতিথিবৃন্দ স্বাগত বক্তব্য প্রদান করেন, ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচীর ভিডিও উপস্থাপন করা হয়, ক্লাইমেট অ্যাডভোকেটদের কার্যক্রম উপস্থাপনার মধ্য দিয়ে মুক্ত আলোচনা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।