লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে এক কেজি গাঁজাসহ শেখ ফরিদ(২২)নামে এক সিএনজি চালককে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, ইসলামপুর থানার এএসআই মাসউদুর রহমান ও তার সঙ্গীয় ফোর্সরা মঙ্গলবার(৬ ফেব্রুয়ার) গভীর রাতে গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি পোড়াবাড়ি মোড়ে ডিউটি সময় একটি সিনএনজির গতিবিধি লক্ষ করে সিএনজির গতিরোধ করেন।
এসময় সিএনজি তল্লাশী করে ব্যাগে মুড়ানো এক কেজি গাঁজা জব্ধ করে সিএনজি চালক শেখ ফরিদকে আটক করে। সিএনজি চালক শেখ ফরিদ জানায়, জব্ধকৃত গাঁজাগুলি ইসলামপুর উপজেলার নাপিতেরচর সরকার পাড়ার শিরিন আক্তারের। নাপিতের চর থেকে শিরিনকে নিয়ে সে শেরপুর যাচ্ছিল। পথিমধ্যে পোড়াবাড়ি মোড়ে সিএনজি থামিয়ে শিরিন পাশের একটি বাড়িতে গেলে পুলিশ তার সিএনজি তল্লাশী করে গাঁজা পেয়ে তাকে আটক করে। আটককৃত সিএনজি চালক শেরপুর জেলার গাজীর খামার ইউনিয়নের কাওয়া বিচি গ্রামের মহিদুল ইসলামের পুত্র।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুৃমন তালুকদার জানান, আটক সিএনজি চালককে গাঁজাসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।