উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা চত্বরে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মোঃ মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন, উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি।
সমাপনী অনুষ্ঠানে লেখকদের কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন সহ কুইজ ও বির্তক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ সংগীত শিল্পী, শ্রেষ্ঠ বইয়ের স্টল, শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ নাট্যকরদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য গত সোমবার সকালে উপজেলা প্রশাসন এ মেলার উদ্বোধন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।