সেবা ডেস্ক: বিপিএল-২৪ এর হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। কিন্তু জেমস নিশামের ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে নুরুল হাসানের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৯.৫ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এতে কুমিল্লার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫১ রান। মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা দলপতি লিটন দাস। এতে আগে ব্যাট করে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও ব্রেন্ডন কিং। ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেন তানভীর ইসলাম। ম্যাচের দ্বিতীয় ওভারেই কিংকে সাজঘরের পথ দেখান তানভীর। আউট হওয়ার আগে ৪ করেন তিনি। পরে ক্রিজে আসেন সাকিব আল হাসান। তার সঙ্গে জুটি করতে আক্রামণাত্মক ব্যাটিং করছিলেন রনি। তাতেই বিপদ ডেকে আনেন তিনি। ফোর্ডের বলে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) পড়েন এ ডানহাতি। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও কোনো সুফল পাননি রনি। এতে ১৪ রানেই ফিরতে হয় তাকে। এরপর বাইশ গজে আসেন শেখ মাহেদী হাসান। থিতু হওয়ার আগে সাজঘরে ফেরে তিনিও (৮)। ব্যাট করতে এসে উইকেট বিলিয়ে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসানও (২)। এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন রংপুরের ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত লড়াই করে ফিফটি তুলে নেন জেমস নিশাম। তার ব্যাটে ভর করেই ১৫০ রানে থামে রংপুরের ইনিংস। কুমিল্লার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেছেন মুশফিক হাসান ও আন্দ্রে রাসেল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।