জামালপুর সংবাদদাতা: জামালপুরে নব নির্বাচিত সংসদ সদস্য ব্যরিস্টার সায়েদুল হক সুমন বনাম জামালপুর পৌরমেয়র একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামমে অনুষ্ঠিত হয়।
জামালপুর পৌরসভা আয়োজিত খেলার উদ্ধোধন করেন-জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় জেলা আ’লীগের সভাপতি এড. বাকিবিল্লাহ, সম্পাদক বিজন কুমার চন্দ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় বক্তব্য রাখেন।
হাজার হাজার দর্শককে গ্যালারিতে অবস্থান করতে দেখা যায়। খেলায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত খেলা ড্র হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।