জামালপুর প্রতিনিধি : জামালপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের ফৌজদারী মোড়স্থ দলীয় কার্যালয়ে এবি পার্টি জামালপুর জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
এবি পার্টির কেন্দ্রীয় সহকারি সদস্য সচিব ও জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেনের সভপতিত্বে আলোচনা সভায় জেলা শাখার সদস্য সচিব নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অধ্যাপক মাহবুব-উল-আলম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার লিপসন, যুগ্ম আহবায়ক আবদুল খালেক, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, খালেদুল ইসলাম, আক্তার হোসেন, আবদুল মতিন, সিহাব আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন মাতৃভাষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও স্বাধীনতাকে সুসংহত করতে সকলের প্রতি আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।