লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র মানুষের অর্থ আত্মসাৎ করায় অস্তিত্বহীন এনজিওর ৩ প্রতারককে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনজিওর নাম ভাঙিয়ে দরিদ্র মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামপুর থানার মামলায় দায়েরকৃত মামলায় আদালতের সংশ্লিষ্ট বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে মৃত হোসেন মণ্ডলের ছেলে ভুক্তভোগী শাহজাহান মন্ডল বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেন। তারা হলো, পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার পশ্চিম নলছিয়া গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪), ঝাড়কাটা নলছিয়া গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ (৪৭) এবং চর গোপালপুর গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১)।
মামলা সূত্রে জানা যায়, 'পল্লী দাবিদ্র কল্যাণ সংস্থা ঝাউপাড়া, কানাডা, বাংলাদেশ সংস্থা' (এনজিও) কর্মী পরিচয় দিয়ে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল সাপধরী এলাকায় গত কয়েকদিন ধরে প্রতারকরা দরিদ্র লোকজনকে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এছাড়া এনজিওর সদস্য করে গরু, ছাগল, হাঁস, মুরগীসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি প্রতারক চক্রটি অর্ধশতাধিক পরিবারের কাছে মাথাপিছু তিনশত থেকে চারশত টাকা চাঁদা হাতিয়ে নেয়।
গতকাল শনিবার বিকেলে একপর্যায়ে আচরণ-আচরণে সন্দেহ হলে প্রতারকদের কাছে এনজিওর পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা।
এসময় কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিতি জনতা তিন প্রতারককে আটক করে থানা-পুলিশে খবর দেয়। পরে গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই তিন প্রতারকদের পুলিশ থানায় আনা হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'এনজিও কর্মী পরিচয় দিয়ে দরিদ্র মানুষের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালত তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।