সেবা ডেস্ক: বসন্ত ও ভালোবাসা দিবসের আমেজে রয়েছে সারাদেশ। খুব শিগগিরই ঈদ উৎসবও চলে আসছে। এমন উৎসবমুখর সময়ে টেলিভিশন এক অন্যতম অনুসঙ্গ হয়ে পড়ে।
গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে স্যামসাংয়ের ৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভিটি পাওয়া যাবে ১০ হাজার টাকা ছাড়ে। টিভিটির পূর্বমূল্য ছিল ৫৬,৯০০ টাকা হলে বর্তমানে ৪৬,৯০০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।
৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভিতে রয়েছে ‘পারকালার’ ফিচার। এ ফিচার স্ক্রিন কালার আরও সমৃদ্ধ করে তোলার মাধ্যমে ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। বর্তমানে, বেশিরভাগ কনটেন্টই নির্মাণ করা হচ্ছে ফোরকে-তে। সেক্ষেত্রে, বাংলাদেশের দর্শকদের সুযোগ এসেছে ফোরকে কনটেন্ট উপভোগের। কিন্তু দেশের কনটেন্ট ও কেবল চ্যানেলের আউটপুট ফোরকে প্রযুক্তিতে তৈরি হচ্ছে না। তবে, স্যামসাং সিইউ৭৫০০ টিভির প্রযুক্তি ফোরকে না হওয়া সত্ত্বেও এসব কনটেন্টের ক্ষেত্রে অনেকটাই ফোরকে কনটেন্টের মতো আউটপুট দেয়। এখন এ অফারের মাধ্যমে এইচডি ও এফএইচডি টিভির দামের ব্যবধানও কমে এসেছে। তাই, ক্রেতারা এখন হ্রাসকৃত মূল্যে ৪৩” সিইউ৭৫০০ টিভি কিনে উপভোগ করতে পারবেন দুর্দান্ত অভিজ্ঞতা।
পছন্দের সকল কনটেন্ট খুব সহজেই এক জায়গায় পেতে টিভিটিতে রয়েছে দ্য স্মার্ট হাব, পাওয়ার্ড বাই টাইজেন। গেইম, সিনেমা অথবা টিভি সিরিজ খুঁজতে সময় নষ্ট না করে সেটা উপভোগ করার সময় বাড়াতে রয়েছে কনটেন্ট কিউরেশন ও ডিসকভারি। এছাড়াও, টিভি দেখার পাশাপাশি স্মার্ট থিংস -এর মাধ্যমে আপনার বাড়ির সকল স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই।
উল্লেখ্য, থ্রি-সাইড বেজেললেস ডিজাইনে তৈরি করা হয়েছে এই ৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভি। ফলে, বিনোদনকে আরও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি এই টেলিভিশন আপনার ঘরকে করে তুলবে আরও নান্দনিক। সেই সাথে, কন্টেন্টের ধরন বিবেচনা করে সেটার সাউন্ডকে আরও উন্নত করে তুলবে এই টিভির অ্যাডাপ্টিভ সাউন্ড।
অফারটি নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন “প্রিয় ক্রেতাদের প্রতি আমাদের নিরন্তর ভালোবাসা প্রকাশের প্রচেষ্টায় এ ক্যাম্পেইন নিয়ে এসেছি আমরা। ক্রেতাদের অটুট সমর্থনের কারণেই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং এ ফেব্রুয়ারিতে এমন একটি বিশেষ অফার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ভালোবাসার মাস ও চমৎকার একটি ঋতুর শুরুতে উদ্ভাবনের মাধ্যমে আমরা মানুষের জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করে তুলতে চাই।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।