কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সারাদেশে তীব্র শীতের সাথে যখন লড়ছে মানুষ তখন উষ্ণতার কম্বল নিয়ে এগিয়ে এলেন তৃতীয় লিঙ্গের সীমা খাতুন।
রবিবার দুপুরে নিজের টাকায় কম্বল কিনে তা তিনশ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন। উপজেলার দক্ষিণ পাইকপাড়ায় সীমার নিজ বাড়িতে এই বিতরণকাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য মামুনুর রশিদ।
বিতরণশেষে সীমা খাতুন সাংবাদিকদের জানান, সবাই আমাদের কটাক্ষ করে কথা বলে। সমাজে আমাদের মূল্যায়ন নেই। অথচ আমরাও মানুষ। তাই নিজের সামর্থ্যের মধ্যে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।