ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান,কৃষি অফিসার দিলশাদ জাহান,লেখক, সাংবাদিক,গবেষক জুলফিকার হায়দার,সংগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাবু,পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃ নুরুজ্জামান মিঞা, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চান,সহ- সভাপতি মোঃ হেলাল উদ্দিন তালুকদার,বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, টাঙ্গাইল জেলা শাখা সভাপতি পরিমল চন্দ্র বর্মন সহ ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকসহ উত্তর টাঙ্গাইলের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,রাজনৈতিকনেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৫ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।