শফিকুল ইসলাম : রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক আহবায়ক, সাবেক অধ্যক্ষ ফজলুল হক মনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তিনি চিলমারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আজ দুপুর ২ টায় টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাযা নামাজ শেষে টাপুরচর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
অধ্যক্ষ ফজলুল হক মনির মৃত্যুতে শোক প্রকাশ করেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।