সেবা ডেস্ক : ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপসচিব সুজিত হালদার তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার খলিলুর রহমান জানান, আবদুর রহিম স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের এজেন্ট হিসেবে ৮ নম্বর কক্ষে বসে ছিলেন। আর জাকির হোসেন ৩ নম্বর কক্ষে একই প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা থেকে আসা উপসচিব সুজিত হালদার তাদের কাগজপত্র যাচাই করে আবদুর রহিমের কার্ডে প্রিজাইডিং অফিসারে স্বাক্ষর পাননি।
তিনি জানান, জাকির হোসেনের কার্ডে প্রিজাইিডং অফিসারের স্বাক্ষর থাকলেও ছবির সঙ্গে মিল ছিল না। এ কারণে আবদুর রহিম ও জাকির হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।