জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ঢাকা সাংবাদিক-ফেডারেল সাংবাদকি ইউনিয়নের মহাসচিব এবং বাসসের এমডি প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মরণ সভা ২০ জানুয়ারি দুপুরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়।
জেলা প্রেস ক্লাবের সভাপতি এবং জেলা এডভোকেট ইউসুফ আলী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এবং উপজেলা প্রেস ক্লাব এর আয়োজন করে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অলোচক ছিলেন-আমানুল্লাহ কবীরের ভাই হারুন অর রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ইন্ডিপেডেন্ট টিভির সিনিয়র প্রডিউসর শাত-ই-ল কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ন্যাপের জেলা সম্পাদক আলমগীর আহম্মেদ শাহজাহান, একুশে টিভির জেলা প্রতিনিধি মুক্তা আহম্মেদ, ইউনিটির সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেক ফরিদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক- ভোরের কাগজের সাংবাদিক শাকিব আল হাসান নাহিদ, স্বরকলার সম্পাদক জাকিরুল হক মিন্টু, গীতি কবি আব্দুল গণি, আব্দুল জলিল মাস্টার, জাহিদুল ইসলাম মাস্টার প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।