জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে নবীন লেখক-শিক্ষার্থীদের জন্য লেখার কলাকৌশল শীর্ষক বিশেষ ক্লাশ প্রবর্তন করেছে উমির উদ্দিন পাইলট স্কুল।
২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় স্কুল ক্যাম্পাসে এ ক্লাশের উদ্ধোধন করেন-উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার।
উদ্ধোধনী ক্লাশে নবীন লেখক-লেখিকা এবং উৎসাহী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সিনিয়র সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, কবি বিপ্লব সরকার, সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক-ইত্তেফাক সংবাদদাতা মোঃ শাহ জামাল, উত্তরণ সামাজিক সাংস্কৃতি সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক কবি হাবিবুর রহমান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।