উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বুধবার দেশের বিভিন্ন পাবলিক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজে অধ্যয়রত মেধাবী শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের শিক্ষার্থীরা এই মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সিরাজগঞ্জ-৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সাবেক এমপি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লামা ইকবাল পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাবেক সভাপতি উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ হেদায়েত আহমেদ এলান, সংগঠনের উপদেষ্টা মোঃ রাশেদুল হাসান সহ ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীর নগর, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের রূপকার জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভুমিকা সবচাইতে বেশি। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আগামী দিনে আজকের তরুণরাই দেশ শাসনের দায়িত্ব পাবে বলে তারা জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।