জামালপুর সংবাদদাতা : এশিয়া মহাদেশের কিংবদন্তি সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব প্রয়াত আমানুল্লাহ কবীরের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে ১৯ জানুয়ারি তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামের বাড়িতে কোরআন খতম, দোয়ার মাহফিল এবং করে পুস্প স্তবক অর্জন করা হয়।
আমানুল্লাহ কবীর স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-বাসসের সাংবাদিক মোখলেসুর রহমান লিখন।
বক্তব্য রাখেন-সাংবাদিক আমানুল্লাহ কবীরের ছেলে ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র প্রডিউসর শাত-ই-ল কবির, সময় টিভির স্টাফ করেসপন্ডেন্ট জাহাঙ্গীর আলম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সংবাদদাতা শেখ ফরিদ, কবি শেখ ফজল, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজন্য রূহানী, ইউপি সদস্য সাইফুল ইসলাম লরেন্স এবং মানিক প্রমুখ।
উল্লেখ্য, আমানুল্লাহ কবীর বাসস, পিআইবি, পিআইডির এমডি, ডেইলি স্টার, হলিডে, নিউশন, ইন্ডিপেন্ডেন্ট এবং আমার দেশের সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারি ইন্তেকাল করেন।#
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।