লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ৭০ হাজার ৬৬২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের এস এম শাহিনুজ্জামান শাহীন ৩০ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।
সহকারী রির্টানিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খান ও স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের এস এম শাহিনুজ্জামান শাহীন ছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোস্তফা আল মাহমুদ ১০ হাজার ২২০, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে শাহাজান আলী মন্ডল ৭০৬ ও সোনালী আশ প্রতীকের হোসেন রেজা বাবু ৬৩ টি ভোট পেয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।