মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) কার্যক্রম পরিচালনা শীর্ষক মত বিনিময় সভা ১৭ জানুয়ারি দুপুরে আরডিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব ও জামালপুর সদর আসনের এমপি আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আরডিএ’র মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
৬টি ইউনিটের কার্যক্রম, সমস্যা, সম্ভাববনার বিষয়ে বক্তব্য রাখেন-এডিসি জেনারেল মোক্তার হোসেন, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মাদারগঞ্জ পৌরমেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, হাজরাবাড়ি পৌর মেয়র শামসুজ্জামান সুরুজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি জাকিয়া সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, জেলা আ’লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ। সভায় জেলা-উপজেলা উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।