জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি, জামায়াতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও গণতন্ত্র হত্যার চক্রান্তের প্রতিবাদে কুড়িগ্রামে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগ অফিস চত্বর থেকে শান্তি র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি বদিউল আলম, আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমান, জিল্লুর রহমান টিটু, অলক সরকার, মোস্তাফিজার রহমান সাজু, আতাউর রহমান বিপ্লব প্রমূখ।
বক্তারা বলেন, দেশের জনগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে বিএনপি জামায়াতের চক্রান্তের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। তারপরও বিভিন্নভাবে চক্রান্ত করছে তারা এজন্য সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।