শফিকুল ইসলাম : রৌমারী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের বই বতরণ শুরু হয়েছে। শনিবার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক এই বই বিতরণ করা হয়।
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ¡াস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ডিসেম্বর বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (১ জানুয়ারী) সকালের দিকে উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে শ্রেণিভিত্তিক বই বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মণ, ম্যানেজিং কমিটির সভাপতি ও যাদুরচর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোজাফ্ফর আলী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী অভিভাবকসহ অত্রএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়া জান্নাত মিথিলা পাঠ্যবই বুকে জড়িয়ে ধরে খুশিতে জানায় নতুন বই পেয়ে খুবই আনন্দ লাগছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফুয়াদ হাসান জানায় বছরের প্রথম দিনে নয়া বই পেয়ে খুব ভালো লাগছে,আমার বন্ধুরাও খুব খশি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।