বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম) : বাঁশখালী পৌরসভার ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসার উদ্যোগে এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র সার্বিক ব্যবস্থাপনায় মাদরাসা শিক্ষার্থী ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) সকালে মাদরাসা মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক ও এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র চেয়ারম্যান কাজী মুহাম্মদ মনছুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনছুর আলী তালুকদার, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. হোছাইন তালুকদার, মুফতি দেলোয়ার হোছাইন, মাও সরওয়ার কামাল, মাও মফজল, মাও আব্বাস উদ্দিন, মাও আজিজ উল্লাহ, সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, মোহাম্মদ আলী।
এ সময় পাঁচশতাধিক দরিদ্র শিক্ষার্থী ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।