আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের মাতৃসদন রোডে দুর্নীতি বিরোধী ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস গ্রæপের তরুণ সদস্যরা এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করে।
কর্মসূচীতে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, ইয়েস দলনেতা মুন্নাফ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের শীতের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। পরে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এতে অন্যান্যের মধ্যে সনাক সহ সভাপতি শামীমা খান, সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, রনজিত বিশ^াস খোকন, তামান্না সালেহীন কবিতা, আসমাউল আসিফ, ইয়েস সহ দলনেতা জাকারিয়া, সদস্য পলাশ দেবনাথ, লিখন, মাহিন, কৌশিক, আবৃতি আমিন ইভা, শিমলা, রিনি প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।