সেবা ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণের মধ্যে দিয়ে আজ সোমবার সকাল ১০টায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন বক্তব্য রাখেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত।
এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।
পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক, সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনা করে অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিনের দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।