সেবা ডেস্ক : বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি, বাহুবল, হবিগঞ্জের উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।
আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার উপজেলার আলিয়াছড়া খাসিয়া পুঞ্জিতে অনুষ্ঠিত হবে এ কাঙ্ক্ষিত 'বনভোজন'।
২৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সমিতির কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো: হাবিবুর রহমান।
সাধারণ সম্পাদক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-সমিতির সহসভাপতি যথাক্রমে বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: জব্বার, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুর রউফ, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আবুল খায়ের আজাদ ও মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: জামাল হোসেন। সমিতির যুগ্ম সম্পাদক ও আদর্শ বিদ্যানিকেতন ভুলকোটের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজিত কৈরী, কোষাধ্যক্ষ মো: রাহেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক বকুল রাণী কর, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম তালুকদার, আইন বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: মুবাশ্বির উদ্দিন, নির্বাহী সম্পাদক মো: আবুবক্কর সিদ্দিক, মো: আকিকুল ইসলাম ও মো: জায়েদ মিয়া।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।