সেবা ডেস্ক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার, বাহুবল সদরে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া হামিদ নগর মাদ্রাসা থেকে গতকাল (শুক্রবার ১৯শে জানুয়ারী ২০২৪ইং) বিকাল হতে ছেলেটিকে খোজে পাওয়া যাচ্ছে না।
আব্দুল্লাহ আল মাহিম |
যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই ০১৭১১৪৪৫১৯১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। দয়া করে সবাই শেয়ার দিয়ে বাচ্চাটির সন্ধান পেতে সহায়তা করুন।
নাম:- আব্দুল্লাহ আল মাহিম।
পিতার নাম : জি এম মহিউদ্দিন
সহকারী শিক্ষক দীননাথ ইনিষ্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুল।
বয়স:আনুমানিক- ১১ বৎসর
নিখোজের সময় তার পরণে ছিল - মাদ্রাসার ড্রেস আকাশী রংঙ্গের পাঞ্জাবি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।