উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে সোহেল রানা (২৭) নামের এক যুবকের (কসমেটিক ব্যবসায়ী) মৃত্যু হয়েছে। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা নিয়ে সে ভুগছিল। পেটের তীব্র যন্ত্রণায় মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে।
এ সময় বাড়ী থেকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। সোহেল উপজেলার গয়হাট্টা রশিপাড়া গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, সোহেল তার পেটের ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিল। পেটের অসহ্য যন্ত্রণায় মঙ্গলবার রাতে সে একসঙ্গে বেশ কয়েকটি ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানাজানি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম এ ব্যাপারে জানান, আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।