কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী নিজাম উদ্দিনের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার বিকেল সাড়ে চারটায় কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহামড়কের বেরিপোটল নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিক হলো।
আধাঘন্টাব্যাপী স্থায়ী এই মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা, গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বেরিপোটল পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মন্ডল, প্রবীন মুরব্বী খোন্দকার রফিকুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন থেকে সমবেত এলাকাবাসী দায়ীদের দ্রæত শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গত ২৯ নভেম্বর প্রথমে প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান এবং পরে দলের সিনিয়র সহসভাপতি হাজী নিজামকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে কতিপয় দুস্কৃতকারী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।