ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম আখতার হোসেন খাজা মাস্টার ও মরহুম আঃ কদ্দুস সিকদারের স্মরণে ক্যারামবোর্ড টুর্ণামেন্টের ফাইনাল খেলা,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা যুবসমাজের উদ্যোগে মমরেজ গলগন্ডা স্কুল মাঠ প্রাঙ্গণে আব্দুল বছির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) মোঃ জাকির হোসেন। এসময় তিনি বলেন,মাদক ও সহিংসতামুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তিনি তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত থাকতে উৎসাহ প্রদান করেন।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের ঘাটাইল উপজেলা শাখার উপদেষ্টা মোঃ মনজুরুল হক,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার সদস্য সচিব সরকার শাহীন,
মরহুম আঃ কদ্দুস সিকদারের একমাত্র ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন সিকদার, আয়োজক কমিটির সভাপতি রফিকুল ইসলাম কোরবান,সাধারণ সম্পাদক মোঃ মমিন হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্যাপ্টেন (অবঃ) মোঃ জাকির হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।