উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নতুন কারিকুলামে অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি- শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম গত ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত (৭) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় এইচটি ইমাম স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল হক জানান, মাউশি'র নির্দেশে ২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণির নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে শ্রেণি-শিক্ষকদের মধ্যে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার শেষ হয়েছে।
উপজেলার স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ হাজার ১৭ জন বিষয় ভিত্তিক শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রত্যেক শিক্ষককে মাউশি'র পক্ষ থেকে নিজ নিজ ব্যাংক একাউন্টে সম্মানিভাতা প্রদান করা হবে। খুব স্বল্প সময়ের মধ্যেই এই টাকা শিক্ষকদের একাউন্টে জমা হবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুল হক গণমাধ্যম কর্মীদের জানান।
শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মশালা পর্যায়ক্রমে পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল্লাহ, উল্লাপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া এইচটি ইমাম গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ ও উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।