উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা ও জেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ফার্মাসিস্ট বৃন্দর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাক বিভাগের যুগ্ন-মহাসচিব শওকত আলীর সভাপতিত্বে ও বিডিপিএ কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিডিপিএ কেন্দ্রীয় কমিটি সভাপতি গাজী সাইফুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন বিডিপিএ কেন্দ্রীয় কমিটি মহাসচিব মো. জহিরুল ইসলাম সহ জেলা ফার্মাসিস্ট এর সকল সদস্য বৃন্দর।
পরে হাজী মোঃ জাহাঙ্গীর মিয়া সভাপতি মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক এবং সুমন হায়দারকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ডিপ্রোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন বিডিপিএ টাঙ্গাইল জেলা শাখার কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিডিপিএ কেন্দ্রীয় কমবটির সভাপতি গাজী সাইফুল ইসলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।