রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম। শনিবার রাতে তিনি নতুন কর্মস্থল উল্লাপাড়া মডেল থানায় যোগদান করেন।
উল্লাপাড়া থানার পুলিশ বাহিনীর সদস্যরা এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম বলেন, দেশে পুলিশ এখন মানবিক বাহিনী হিসেবে কাজ করছে। পুলিশ সেবার ব্রত নিয়ে জনগণের পাশে থাকবে সব সময়। আপনাদের আইনি সহযোগিতা দিতে সর্বত্র প্রস্তুত থাকবে থানা পুলিশ।
তিনি আরও বলেন, উল্লাপাড়া মডেল থানাধীন এলাকায় মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আপনাদের সকলের সহযোগিতা চাই।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।