জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ৮ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে বেলা ১১টায় র্যালী শেষে মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা। প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, একাত্তরের এই দিনে হানাদারমুক্তকারি আব্দুল করিম মেম্বার, সাবেক মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জালাল উদ্দিন, দুরমুঠ ইউনিয়ন কমান্ডার আব্দুল খালেক এবং পৌর আ’লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।