লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ইসলামপুরে ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। তিনি প্রতিটি ইউনিয়নের গণ সংযোগ ও পথসভা করছেন।
বুধবার দিনব্যাপী চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ,উলিয়া,ব্রমোত্তর,গুঠাইল,বামনা,আমতলী,দেলীরপাড় এলাকায় গণ সংযোগ ও পথসভা করেছেন।
এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের নিকট আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কা ভোট প্রার্থনা করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাজির হোসেন,সাধারণ সম্পাদক ছলিমুল্লাহ বাদশা, চেয়ারম্যান আঃ সালামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।