শফিকুল ইসলাম : ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দূর্নীতি বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ কে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতি দিবস ২০২৩ ও মানববন্ধন পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আওয়াল, সহ-সভাপতি এসএম সাদিক হোসেন ও সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুস সামাদ খান, সিনিয়র প্রভাষক এমআর ফেরদৌস, সিনিয়র প্রভাষক আঞ্জুমানআরা, প্রভাষক ফরিদ উদ্দিন,এসআই জুয়েল প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।