ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর ) সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় পৌরসভা এলাকার ঘাটাইল পশ্চিম পাড়া নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ঘাটাইল মহিলা সংস্থার চেয়ারম্যান জীবুন নিছা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিরুজ্জামান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নুরী, তথ্যসেবা সহকারি জাকিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা তথ্য সেবা কর্মকতা সুমি বেগম,এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ প্রমুখ।
উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।