লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো.শফিউর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আমিনুল হক,অফিসার ইনচার্জ সুমন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে তিনি ইউএনও শিশু পার্ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন এবং চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।