লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬৬তম আখ মৌসুমের ৬১০ কোটি টাকা লোকসান মাথায় নিয়ে চিনি উৎপাদনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৫ ডিসেম্বর বিকালে জিল বাংলা চিনিকলের আয়োজনে মিলের ক্যান কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিল বাংলা চিনিকরে এফসিএমএ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ প্রিন্স, ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, ওসি ডিবি ইনচার্জ সোহেল রানা প্রমুখ।
জানা গেছে, চলতি মৌসুমে জিল বাংলা চিনিকলের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৫০০ মেট্রিকটন, যেখানে চিনি উৎপাদন লক্ষমাত্রা রয়েছে ৪ হাজার মেট্রিকটন।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রবীণ আখচাষী দলিলুর রহমান ডোঙ্গায় আখ ফেলে মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন। ৬৩ দিন আখ মাড়াই কার্যক্রম চলবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।