শফিকুল ইসলাম : রৌমারী উপজেলার আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী স্কুল চত্বরে আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর পরিচালক মো. তৈয়বুর রহমান এর সভাপতিত্বে অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে স্কুলের শিশু শ্রেণী হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন বিপ্লব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী অভিভাবকসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক শিপন আহমেদ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।