কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : কাজিপুরের সোনামুখী ইউনিয়নে কিন্ডারগার্টেন শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবদের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হরিনাথপুর সকাল বাজারের জিনিয়াস কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
প্রতিস্ঠানটির পরিচালক শাহা আলম মাস্টারের সঞ্চালনায় এবং লুৎফর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, সোনামুখী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াকফের আলী, সোনামুখী ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ইউ পি সদস্য রিপন মিয়া, মহিলা সদস্য জাহানারা বেগম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।