জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতের ঠান্ডা খানিকটা বেশি অনুভূত হচ্ছে।সেইসাথে আকাশ মেঘলা থাকায় সুর্যের মুখ দেখা না যাওয়ায় ঠান্ডার মাত্রা বেড়েছে।
বুধবার সকাল থেকে আকাশ মেঘলা ও ঘন কুয়াশায় জনজীবনে অনেকটা অস্বস্তি নেমে এসেছে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও সুর্যের মুখ দেখা না যাওয়ায় এ জনপদের মানুষজন পড়েছেন বিপাকে।
বিশেষ করে কর্মজীবি ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন সকালে কাজে যেতে অনেক দেরি করেন।এ কারনে ঠান্ডা অনুভূত হওয়ায় কাজ করতে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয় এসব মানুষের।
অন্যদিকে,গবাদি পশুসহ বৃদ্ধ ও শিশুরা ঠান্ডায় কষ্ট পাচ্ছে বেশি।
জেলার রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলার তাপমাত্রা ১৪দশমিক ২ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।