উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নবাগত (ওসি) অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।
বুধবার বেলা সাড়ে এগারোটা দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি)'র কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু অজিত কুমার কর্মকার, সহ সাধারণ সম্পাদক সাগর কুমার নন্দী, দপ্তর সম্পাদক তপন অধিকারী, অর্থ সম্পাদক অভিজিত সাহা সহ সংগঠনের অন্যানো নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দুর সাথে এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন নবাগত ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।