লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর : জামালপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে শহরের বিনথারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান শাহবাজপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। জামালপুরের জামতলী বাজার শাখায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, আনিসুর রহমান মোটরসাইকেল দিয়ে রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন।
এসময় তিনি বিনথারপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তার মারা যান ।
এ সময় ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।