শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান : আহমদ আজিজ (১৯৫৯-২০২০) একজন উঁচুমানের কবি। তিনি মার্জিত রুচির সংস্কৃতিমান ব্যক্তি। তাঁর প্রকৃত নাম আহমদ আজিজ। বন্ধু মহলে রাজু নামে পরিচিত ছিলেন। কবিতা, সাহিত্য পত্রিকা প্রকাশ, নিজ জন্মভূমির ইতিহাস ও ঐতিহ্য প্রভৃতি বিষয় তাঁর আগ্রহ ছিল। এসব বিচিত্র বিষয়ে তাঁর লেখা গ্রন্থভুক্ত হয়েছে। তবে তিনি কবি হিসেবে খ্যাতিমান।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : জামালপুর’ (২০১৩) একটি উল্লেখযোগ্য বই। এই গ্রন্থের সমন্বয়ের ভূমিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি।
এ গ্রন্থটি পাঠক মহলে বহুল পঠিত হয়। এই গ্রন্থে জামালপুর জেলার ওপর সংস্কৃতির নানার বিষয় ও ইতিহাস উঠে এসেছে। এ জেলার পরিচিতি নামকরণ প্রতিষ্ঠাকাল, ভৌগোলিক অবস্থান, বনভূমি ও গাছপালা সংক্ষিপ্ত ইতিহাস, জনবসতির পরিচয়, নদ-নদী ও খাল বিল, শিক্ষা, ব্যবসায়-বাণিজ্য, সংস্কৃতি স্থাপনা, রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তি, শিল্পী, গায়ক, কবিয়াল, লোকসাহিত্যের গল্প কাহিনি, কিস্সা, কিংবদন্তি লোকপুরাণ, লোকশিল্প, লোকসংগীত, লোকখাদ্য, লোকযন্ত্র, লোকস্থাপত্য, বিভিন্ন ধরনের গান, লোকউৎসব, লোকনাট্য, লোকক্রীড়া, লোকমেলা, ধাঁধাঁ, প্রবাদ-প্রবচন, লোকছাড়া, ভাট কবিতা, লোকবিশ্বাস, লোকসংস্কার, লোকপ্রযুক্তিসহ সংস্কৃতির অঙ্গনের বিপুল তথ্য তুলে ধরা হয়েছে।
কবি আহমদ আজিজের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। জামালপুরের আমলাপাড়ায় তাঁর বাসায় গিয়েছি। এই আদর্শবাদী ও ন্যায়নিষ্ঠ মানুষটি ব্যক্তিগত মহলে ছিলেন একেবারেই সহজ-সরল।
বাংলা ভাষা ও সাহিত্যের গবেষিত মনন ও সংস্কৃতি চিন্তার জন্য কবি আহমদ আজিজের কাজগুলো সাহিত্যমহলে স্বীকৃত ও গ্রহণীয় হবে দীর্ঘদিন। তাঁর কাজের পরিমাণ অল্প হলেও গুণগতমানের বিবেচনায় তা অসাধারণ ও চিরন্তনতার দাবি রাখে। কবি আহমদ আজিজ তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন বহুদিন।
★ লেখক : উৎপাদন অফিসার, বাংলা একাডেমি, ঢাকা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।