[১৮০৭] বাংলা একাডেমি প্রকাশিত আহমদ আজিজের বই

S M Ashraful Azom
0

 : আহমদ আজিজ (১৯৫৯-২০২০) একজন উঁচুমানের কবি। তিনি মার্জিত রুচির সংস্কৃতিমান ব্যক্তি। তাঁর প্রকৃত নাম আহমদ আজিজ। বন্ধু মহলে রাজু নামে পরিচিত ছিলেন। কবিতা, সাহিত্য পত্রিকা প্রকাশ, নিজ জন্মভূমির ইতিহাস ও ঐতিহ্য প্রভৃতি বিষয় তাঁর আগ্রহ ছিল। এসব বিচিত্র বিষয়ে তাঁর লেখা গ্রন্থভুক্ত হয়েছে। তবে তিনি কবি হিসেবে খ্যাতিমান।

বাংলা একাডেমি প্রকাশিত আহমদ আজিজের বই



বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : জামালপুর’ (২০১৩) একটি উল্লেখযোগ্য বই। এই গ্রন্থের সমন্বয়ের ভূমিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি।

                                                                       

এ গ্রন্থটি পাঠক মহলে বহুল পঠিত হয়। এই গ্রন্থে  জামালপুর জেলার ওপর সংস্কৃতির নানার বিষয় ও ইতিহাস উঠে এসেছে। এ জেলার পরিচিতি নামকরণ প্রতিষ্ঠাকাল, ভৌগোলিক অবস্থান, বনভূমি ও গাছপালা সংক্ষিপ্ত ইতিহাস, জনবসতির পরিচয়, নদ-নদী ও খাল বিল, শিক্ষা, ব্যবসায়-বাণিজ্য, সংস্কৃতি স্থাপনা, রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তি, শিল্পী, গায়ক, কবিয়াল, লোকসাহিত্যের গল্প কাহিনি, কিস্সা, কিংবদন্তি লোকপুরাণ, লোকশিল্প, লোকসংগীত, লোকখাদ্য, লোকযন্ত্র, লোকস্থাপত্য, বিভিন্ন ধরনের গান, লোকউৎসব, লোকনাট্য, লোকক্রীড়া, লোকমেলা, ধাঁধাঁ,  প্রবাদ-প্রবচন, লোকছাড়া, ভাট কবিতা, লোকবিশ্বাস, লোকসংস্কার, লোকপ্রযুক্তিসহ সংস্কৃতির অঙ্গনের বিপুল তথ্য তুলে ধরা হয়েছে।

                                                                   

কবি আহমদ আজিজের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। জামালপুরের আমলাপাড়ায় তাঁর বাসায় গিয়েছি। এই আদর্শবাদী ও ন্যায়নিষ্ঠ মানুষটি ব্যক্তিগত মহলে ছিলেন একেবারেই সহজ-সরল। 

বাংলা ভাষা ও সাহিত্যের গবেষিত মনন ও সংস্কৃতি চিন্তার জন্য কবি আহমদ আজিজের কাজগুলো সাহিত্যমহলে স্বীকৃত ও গ্রহণীয় হবে দীর্ঘদিন। তাঁর কাজের পরিমাণ অল্প হলেও গুণগতমানের বিবেচনায় তা অসাধারণ ও চিরন্তনতার দাবি রাখে। কবি আহমদ আজিজ তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন বহুদিন। 

★ লেখক : উৎপাদন অফিসার, বাংলা একাডেমি, ঢাকা

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top