শফিকুল ইসলাম: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায় উন্নতমানের ধান, গম ও পাট বীজ, উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আমন ধানের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার যাদুরচর চাক্তাবাড়ী মসজিদ সংলগ্ন এলাকায়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রংপুর কৃষিবিদ আফতাব হোসেন অতিরিক্ত পরিচালক, ডিএই, রংপুর অঞ্চল রংপুর-বিশেষ।
বিশেষ অতিথি ছিলেন সভাপতি কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত উপ-পরিচালক, ডিএই, খামারবাড়ি কুড়িগ্রাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী।
আয়োজনে ছিল কৃষি স¤প্রসারণ অধিদপ্তর রৌমারী। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফসার আলী আঙ্গুর, মাসুদা আকতার বাবুল আকতার, মাহি সুমন, নাজমুল হুদাসহ আরও অনেকেই।
কৃষিবিদ আফতাব হোসেন কৃষকদের উদেশ্যে বলেন, যেসব ফসল চাষে লাভমান হওয়া যায় সেসব ফসল চাষের জন্য কৃষকদের আহবান জানান।
তিনি আরও বলেন আমার জীবনের প্রথম রৌমারীতে আসা তবে রৌমারী উপজেলায় আসার পর কৃষকের ফসল দেখে আমি অবাক হয়ে গেলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।