ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
রোববার (১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,ঘাটাইল আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু,ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান,ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন,সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযুদ্ধা শামছুল আলম মনি,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান,বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন প্রমুখ।
এর আগে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে সামনে পতাকা উত্তোন করে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে সম্মুখ সমরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।